শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের মৃত্যু ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবি এলাকাবাসীর বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

সোহেলের উপর হামলার প্রতিবাদে মাসদাইর এলাকাবাসী’র মানববন্ধন ও স্মারকলিপি পেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৯ 🪪

গার্মেন্টস শ্রমিক সোহেলের উপর হামলার প্রতিবাদে পশ্চিম মাসদাইর এলাকাবাসীর ব্যানারে সোমবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি জমা দিয়ে হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বিসিক শিল্প নগরীকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখার দাবি তুলে ধরে বলেন, যারা সহিংসতা ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই এবং এই ধরনের হামলার প্রতিবাদে একত্রিত হয়েছি।

আহত সোহেলের স্ত্রী সিমু বেগম বলেন, আমার স্বামীকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে। আমরা আশা করি, দোষীদের দ্রুত শাস্তি হবে এবং ন্যায়বিচার পাব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি রোজিনা আক্তার, এনায়েতনগর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি সাদেক দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম প্রধান, সহ-সভাপতি মো. জিলানী ফকির, যুগ্ম সম্পাদক সাইফুল প্রধান এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল সরকার প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে গত ৫ মে বিসিক শিল্পনগরী এলাকার ,এম এস ডাইং এর সামনে ছিনতাইকারী আখ্যা দিয়ে মাসদাইর এলাকার কৃষকদল নেতা হোটেল সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোহেলের পথরোধ করে নৃশংসভাবে হামলা চালায়। তারা তাকে মাথা ও পায়ে কুপিয়ে জখম করে এবং মৃত্যু নিশ্চিত মনে করে চলে যায়। পরে স্থানীয় লোকজন সোহেলকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত সোহেল (৪০) ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় ওয়াহিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন এবং তিনি খুলনার বাগেরহাটের মৃত সোলেমান মিয়ার ছেলে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102