নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় আয়োজিত বর্ণিল আলোকসজ্জা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১০ মে ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় চেম্বারকে এই সম্মাননা প্রদান করেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) শুভেচ্ছা স্মারক ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর, পরিচালকবৃন্দ জনাব রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জনাব গোলাম সারোয়ার (সাঈদ), জনাব মোস্তাফা এমরানুল হক, জনাব আব্দুল্লাহ্ আল-মামুন ও জনাব মজিবুর রহমান সরকার।
চেম্বারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও নারায়ণগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।