অভিযোগ সূত্রে জানা যায় যে পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হয়েও বসতঘর স্থাপন করিয়া নিজেরা এবং বিভিন্ন ভাড়াটিয়াদের নিকট ভাড়া দিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। সম্পত্তি ব্যাংকে মরগেজ রাখিয়া ঋণ উত্তোলণ করিয়াছি। এহেনে আমানউল্লাহ ছেলে আরিফের নেতৃত্বে একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে বর্ণিত সম্পত্তি হইতে আমাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হইয়া আমাদের এবং ভাড়াটিয়াদের শান্তিপূর্ণ বসবাসের প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসিতেছে।
শুধু তাই নয় ভূমিদস্যু সন্ত্রাসী আরিফ তার সাঙ্গ পাঙ্গু নিয়ে জমির ভোগদখলকৃত মালিক শাহেদকে প্রান নাশের হুমকি প্রদান করেন।
শাহেদ জানান ১০মে শনিবার সকাল ১১টায় আমার বাড়িতে একদল সন্ত্রাসীরা সামগ্রী ইট, বালু, সিমেন্ট নিয়ে এসে স্থাপনা তৈরি করে জবরদখল করতে আসলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল এসে পরিদর্শন করেন। এবং ভূমিদস্যুদের থানায় হাজির হতে নির্দেশ প্রদান করেন তদন্তকারী পুলিশ। এবিষয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে