নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই গ্রেফতারের প্রতিবাদ জানান।
রফিউর রাব্বি তার ফেসবুক পোস্টে লিখেন, ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ সকালে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এই গ্রেফতারের নিন্দা জানাই। নারায়ণগঞ্জকে নরক বানিয়ে রাখা শামীম ওসমানকে সরকারের বাহিনী সসম্মানে দেশ থেকে পালাতে সহায়তা করল, অন্যদিকে বিএনপির নেতারা তার পরিবারকে নিরাপদে পাঠালো। কিন্তু আইভীকে গ্রেফতার করা হলো।
তিনি প্রশ্ন তোলেন, আইভীর বিরুদ্ধে হত্যার মামলা করা হয়েছে। বলা হচ্ছে, তিনি শামীম ওসমানের সঙ্গে মিলে হত্যাকাণ্ডে জড়িত। কিন্তু আইভী ও শামীম ওসমানের সম্পর্ক তো সাপ-নেউলের মতো! তাহলে কীভাবে তারা একসাথে হত্যাকাণ্ডে জড়িত হবেন?
রাব্বি আরও উল্লেখ করেন, সরকার একদিকে বলছে, মামলা হলেই কাউকে গ্রেফতার করা যাবে না, প্রমাণ সাপেক্ষে তদন্ত শেষে গ্রেফতার করতে হবে। অন্যদিকে আইভীর বাড়ি রাতভর ঘিরে রেখে সকালে তাকে গ্রেফতার করা হলো। ৫ আগস্টের পর আইভী কোথাও পালিয়ে যাননি, তিনি নিজ বাড়িতেই ছিলেন। তাহলে এই অতিরিক্ত পুলিশি তৎপরতার কী প্রয়োজন ছিল?
তিনি সরকারের কিছু কর্মকাণ্ডকে অতি উৎসাহী আখ্যা দিয়ে বলেন, এ ধরনের কাজে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
রাব্বির দাবি, আইভী মেয়র থাকাকালে দলীয় কোন্দল ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন। তিনি আওয়ামী লীগের দলীয় এজেন্ডা চাপিয়ে দেননি, বরং সব দলের মানুষকে সমানভাবে সহযোগিতা করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর পাননি। ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সমর্থন শামীম ওসমানকে দেওয়া হয়েছিল, আইভীকে নয়।
তিনি আরও বলেন, আইভী দুর্নীতি বা হত্যার সঙ্গে জড়িত থাকলে তার বিচার হোক। কিন্তু তার বিরুদ্ধে এমন অভিযোগ কখনও ওঠেনি। দুদক ও পুলিশের তদন্তেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। অথচ যারা সত্যিকার অর্থে দুর্নীতি, সন্ত্রাস ও জমি দখলের সঙ্গে জড়িত, তাদের অনেককেই সরকার সুরক্ষা দিয়েছে।
রাব্বি তার বক্তব্যে বলেন, আমরা বিচারহীনতার বিরুদ্ধে, কিন্তু নিরপরাধ মানুষকে হয়রানিরও বিরোধী। আইভীকে অবশ্যই ন্যায়বিচার পেতে হবে।
উল্লেখ্য, ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার নগরীর দেওভোগের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার সমর্থক ও মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এই গ্রেফতারের বিরোধিতা ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়।