নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনবিহীন একটি হাউজিং প্রকল্পের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ মে) ভোলাব ইউনিয়নের গুতুলিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন। এ সময় মর্ডান জমিদার সিটি’ নামের একটি অননুমোদিত হাউজিং প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, এই প্রকল্পের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের জমিতে অবৈধভাবে বালু ফেলাসহ জোরপূর্বক দখল চালাচ্ছিল। এতে প্রকৃত জমির মালিকরা তাদের পৈতৃক সম্পত্তি হারিয়ে ভূমিহীন হওয়ার পাশাপাশি কৃষিকাজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কার্যক্রমে কৃষিজমি কমে যাওয়ায় এলাকায় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ভূমি মালিকদের অধিকার রক্ষা ও জনস্বার্থে অবৈধ হাউজিং প্রকল্প এবং জমি দখলের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে।