শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ফতুল্লার মুসলিমনগরে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা, মানুষের দূর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৫ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং পানি নিষ্কাশনের  অভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে ঐ এলাকার সাধারণ জনগন ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও সরকারি ভাবে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় পানি ভেঙ্গে চলাচল করতে বাধ্য হচ্ছে এলাকার জনগন। তবে স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসন সু-নজর না থাকায় জলাবদ্ধতা দুর হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। 
এলাকাবাসী জানান, ফতুল্লার মুসলিমনগর-বিসিক সড়কের নয়াবাজার এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তায়  জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকা হিসেবে ড্রেন সরু হওয়ায় বাড়ির ড্রেনের পানি সরতে পাড়ছে না। এতে করে রাস্তায় হাটু পানি জমে গিয়ে মানুষের চলাচলের অনুপোযি হয়ে পড়ে। এমনকি একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে নারী পুরুষ ও স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ময়লা পানি ভেঙ্গে চলাচলে বাধ্য হচ্ছে। এমনকি নয়াবাজার মসজিদের সামনে সব সময় হাটু পানি জমে থাকায় মুসল্লীরা যেতে সমস্যা হচ্ছে। পানির কারণে অনেক মুসল্লীরা মসজিদে আসতে না পাড়ায় অনেকে নামাজ আদায় করতে পারছে না এবং অনেকে বাড়িতে নামাজ আদায় করছে।
মুসলিমনগর নয়াবাজার বাসিন্দা মো: আলম মিয়া জানান, দীর্ঘদিন ধরে নয়াবাজার এলাকায় জলাবদ্ধতার কারণে হাজার হাজার লোকের চলাচলের সমস্যা হচ্ছে। সরকারি ভাবে উদ্যোগ গ্রহণ না করায় জলাবদ্ধতা দুর হচ্ছে না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার বাসিন্দা সহ স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে
বিসিক শিল্পনগরীর পাশ্ববর্তী এলাকা হিসেবে হাজার হাজার শ্রমিকের যাতায়াতের একটা মাত্র রাস্তা। তারা পানি ভেঙ্গে কর্মস্থলে আসা যাওয়া করতে বাধ্য হচ্ছে। ময়লা পানি ভেঙ্গে চলাচল করার কারণে পানি জনিত রোগে আক্রান্ত হচ্ছে। অতি শিগগিরই জলাবদ্ধতা দুর করা না হলে নারী পুরুষ মিলে আন্দোলন করার চিন্তা ভাবনা করছে। জেলা ও উপজেলা প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন।
নয়াবাজার এলাকার ব্যবসায়ী বি-ডাক্তার মফিজুল ইসলাম স্বপন জানান, মুসলিমনগর নয়াবাজার এলাকাটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাচল করে থাকে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টিতে একদিকে যেমন মানুষের চলাচলের সমস্যা হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। অনেকের ব্যবসা এতোটাই খারাপ হয়েছে দোকান ভাড়াও দিতে পাড়ছে না। বিশেষ করে আমার দোকানের পাশে মসজিদ রয়েছে। রাস্তায় জমে থাকা পানির কারণে মুসল্লীরা ঠিকমত মসজিদে আসা করতে পারছে না।
এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল জানান, এই রাস্তাটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। নয়াবাজার রাস্তায় অনেকদিন জলাবদ্ধতার কারণে হাজার হাজার লোকের চলাচলের সমস্যা হচ্ছে।জলাবদ্ধতা দুর করার জন্য বহু চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে এসেছি। জলাবদ্ধতা দুর করার জন্য কি ধরনের পদক্ষেপ নেয়া দরকার আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করে খুব শিগগিরই তা ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, বিষয়টি নিয়ে অবগত নই। আপনার মাধ্যমে জানতে পারলাম এবং খোজ খবর নিয়ে যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা দুর করার ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102