নারায়ণগঞ্জে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাত দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম সুমনের সভাপতিত্বে ও এস এম মোমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাস্ট্র সংস্কার আন্দোলন এর সমন্বয়ক শাহাবুদ্দিন কবিরাজ লিটন।
ভূমিহীন আন্দোলনের সাত দফা দাবিগুলো ১. সকল ভূমিহীন, অসহায়, নদীভাঙন কবলিত ও দরিদ্র মানুষকে টিসিবি কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। ২. ভূমিদস্যুদের দখল থেকে খাসজমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে হবে। ৩. জেলা ও উপজেলা পর্যায়ে খাসজমি বন্টন কমিটিতে ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করতে হবে। ৪. জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ৫. বস্তিবাসীদের উচ্ছেদ করা হলে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে। ৬. ভূমি ও কৃষি সংস্কার কমিটি গঠন করতে হবে। ৭. জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবিধান সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মহসিন মিয়া, রাস্ট্র সংস্কার আন্দোলনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সরকারের কাছে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত না করলে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।