রবিবার, ১৫ জুন ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজার জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ। সন্ত্রাসী যেই দলেরই হউক তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে নাহলে পরিস্থিতি ভয়াবহ হবে- মাওলানা আবদুুল জব্বার বিএনপির প্রার্থী হওয়া নির্ভর করছে মানুষের চাওয়ার উপর: মাসুদুজ্জামান মাসুদ বিল্লাল হোসেন চেয়ারম্যানের ১১তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব

না’গঞ্জের আড়াইহাজারে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৫ 🪪

পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শিলমান্দি ইউনিয়নের ফাউসা বাজার এলাকায় অবস্থিত ‘মেসার্স এএম ব্রিকস’ নামের ইটভাটাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। পরিবেশ দূষণ ও বায়ুদূষণের কারণে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানের সময় এক্সক্যাভেটর দিয়ে ইটভাটার কিলন (চিমনি) ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে ভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ ও সহকারী পরিচালক মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই এ ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল, যা আশপাশের জনবসতি ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, বায়ুদূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে অনুমোদনবিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি একই ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। তবে পরবর্তীতে ভাটাটি আবারও অবৈধভাবে চালু করায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102