নারায়ণগঞ্জ সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয় এর উপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক শাহ্ মুহাম্মদ ছগির হোসেন। তিনি বলেন, “সহযোদ্ধা সাংবাদিকদের উপর এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু ব্যক্তি সাংবাদিকের ওপর নয়, বরং মুক্ত সাংবাদিকতার উপরই এক নগ্ন আঘাত।”
তিনি আরও বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।
তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনের পতনের পরও সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। সহযোদ্ধা সাংবাদিকদের ওপর এ ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে যে, একটি চক্র এখনো স্বাধীন সাংবাদিকতাকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে। এটি কোনোভাবেই গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ হতে পারে না।”
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন আরও বলেন, “সাংবাদিকেরা সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরার কাজ করেন। আর সে সত্য প্রকাশের পথেই যদি তাদের রক্ত ঝরে, তবে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”
তিনি তার সহযোদ্ধা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। সত্যের পথ যত কঠিনই হোক, আমরা সাংবাদিকরা কখনোই কলম থামিয়ে রাখিনি, রাখবও না। আমরা ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।”