নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় পত্রিকা *দৈনিক উজ্জীবিত বাংলাদেশ*-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়। তার শারীরিক অবস্থা দেখতে রবিবার (৪ মে) রাতে নগরীর খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি সাংবাদিকের পাশে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি নেতারা মিলন বিশ্বাস হৃদয়ের চিকিৎসা ও সুস্থতা কামনা করেন এবং এই হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা আহত সাংবাদিকের পাশে থাকার আহ্বান জানান।
হাসপাতালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহেত মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, বিএনপি নেতা মনির হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানাযায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘প্রতিরোধ স্তম্ভ’-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে মিলন বিশ্বাস হৃদয় ও তার সহকর্মী ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে মিলন বিশ্বাস হৃদয় গুরুতর আহত হন।
এই ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ সালাউদ্দিন নামের একজনকে আটক করেছে। তবে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো।