ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরও সাংবাদিকদের উপর হামলা চলমান থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। এক বিবৃতিতে তিনি বলেন, “ফ্যাসিবাদ চলে যাওয়ার পরেও আমাদের সাংবাদিক ভাইদের উপরে এরকম হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল ভিত্তি। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। এ ধরনের অপচেষ্টা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য হুমকিস্বরূপ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।