শুক্রবার, ২০ জুন ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

ঢাকার সমাবেশে ফেরদাউসের তাক্ লাগানো শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১২৭ 🪪

নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ চারদফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শনিবার (০৩ মে) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে এ সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা আসার পর থেকেই প্রায় প্রতিদিনই সমাবেশ সফল করার লক্ষে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একের পর এক প্রস্তুতিমূলক সভা করে চলে মাওলানা ফেরদাউসুর রহমান। ওই সভাগুলোতে সমাবেশে নেতাকর্মীরা কিভাবে অংশগ্রহণ করবে, এসব বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন তিনি। সেই দিকনির্দেশনা মোতাবেক অত্যান্ত সুশৃঙ্খলভাবে হাজার হাজার নেতাকর্মীরা ফেরদাউসের নেতৃত্বে ঢাকার সমাবেশে যোগদান করে।

জানাগেছে, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগদানকে কেন্দ্র করে এদিন ভোর থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানীর গুলিস্থান মোড়ে গিয়ে জড়ো হয়। সকল মিছিল আসার পর সেখান থেকে মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। মিছিলে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাসহ বিভিন্ন রং বেরঙয়ের ব্যানার ফ্যাস্টুন ও প্লাকার্ড শোভাপায়। মিছিলে হাজার হাজার মুসল্লিরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ ‘হেফাজতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ’ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ‘তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’ ‘সফল হউক সফল হউক আজকের সমাবেশ’সহ সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় হাজার হাজার মুসল্লিদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের সমাবেশে যোগদান করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102