নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে দালালচক্র ও অবৈধ মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। আজ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোনাববর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সরকারি আদেশ অমান্য করে হাসপাতাল চত্বরে দালালি কার্যক্রমে জড়িত দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন: ১.মোঃ মঞ্জু (৫৫) পিতা: মোকসেদ আলী, মাতা: সালেহা, ঠিকানা: খানপুর, সদর মডেল থানা, নারায়ণগঞ্জ। ২. মোঃ মাসুদ হাওলাদার (৪২), পিতা: মোতালেব হাওলাদার, মাতা: মর্জিনা বেগম, ঠিকানা: গলাচিপা, কলেজ রোড, ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ।
আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী মোবাইল কোর্টে বিচার করা হয় এবং উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, হাসপাতালে দালাল ও প্রতারকদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও কিছু ব্যক্তি এ কাজে নিয়োজিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়।
জেলা প্রশাসক জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি হাসপাতালে দালালি বা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে সকলের সহযোগিতা কামনা করেন।