নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন। শুক্রবার (২ মে) বাদ জুম্মা নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে এতিম শিশুদের সঙ্গে সাক্ষাৎকালে জাকির খান বলেন, “আমি আপনাদেরই সন্তান। অবশ্যই আমি এই এলাকার সন্তান। আপনাদের পাশে থাকবো। যেখানে ঘাটতি থাকবে, আমরা সকলে মিলে তা পূরণ করবো। এতিম শিশুদের সঙ্গে একত্রে খাবার গ্রহণ করে আমার হৃদয় অত্যন্ত প্রশান্ত হয়েছে। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খান, সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালক পারভেজ মল্লিক ও ব্যবসায়ী আব্দুর হালিম ভুইয়া প্রমুখ।