রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ মে) সকাল ৮টার দিকে বাসার বাথরুম থেকে নিলুফা ইয়ামিন নিরু (৪৬)-এর মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিরু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত মনিরুজ্জামান বাবুলের স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ের মা।
নিরুর ছোট ভাই মো. সুমন আলী জানান, নিরু গতকাল স্বামীর বাড়ি নারায়ণগঞ্জ থেকে বাবার বাসায় বেড়াতে আসেন। সকালে বাথরুমে যাওয়ার পর দীর্ঘ সময় না ফেরায় পরিবারের সদস্যরা সন্দেহ করেন। কোনো সাড়া না পেয়ে তারা বাথরুমের দরজা ভেঙে দেখেন, নিরু অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সকাল সোয়া ৯টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহত্যার স্পষ্ট কারণ জানা না গেলেও পরিবারের সদস্যদের ধারণা, নিরু আর্থিক সমস্যা ও স্বামীর অনুপস্থিতিতে হতাশাগ্রস্ত ছিলেন। মো. ফারুক জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে ঘটনা জানানো হয়েছে।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।