নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় এলজিইডি সংলগ্ন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দেড়-দুই বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করলেও অব্যবস্থাপনা ও মেরামতের অভাবে এটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় একটি যুব সংগঠন মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তক্ষেপের আবেদন জানায়। জেলা প্রশাসক বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে সরেজমিন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তা মেরামতের নির্দেশ দেন। তার তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় চলাচলের উপযোগী হয়।
এলাকাবাসী এখন নিরাপদে যাতায়াত করতে পারছেন এবং জেলা প্রশাসকের এই দ্রুত ও মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছেন। এক বাসিন্দা বলেন, “জেলা প্রশাসক সত্যিই জনদরদি। তার এই উদ্যোগে আমাদের কষ্টের অবসান হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” অভিযানের অংশ হিসেবে এই সড়ক মেরামতকে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এমন জনবান্ধব পদক্ষেপ অব্যাহত থাকবে।