নারায়ণগঞ্জ বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবেদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১ মে) বন্দর উপজেলার সোনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আবেদ হোসেনকে আটক করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, আবেদ হোসেনের বিরুদ্ধে **একাধিক মামলা** রয়েছে। তবে, এবারের গ্রেপ্তারটি নির্দিষ্ট মামলার প্রেক্ষিতে করা হয়েছে।