নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) জোহরের নামাজের পর নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির বার ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হজ্বে গমনকারী আইনজীবীদের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট খোরশেদ আলম মোল্লা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী এডভোকেট রফিক উদ্দিন আহমেদ, এডভোকেট আব্দুল গাফফার, এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট বোরহান উদ্দিন সরকার, এডভোকেট মশিউর রহমান শাহিন, এডভোকেট হাফিজুর রহমান মোল্লা, এডভোকেট রাকিবুল ইসলাম শিমুল, এডভোকেট আজিজুল হক হান্টু, এডভোকেট শামসুল আরেফীন টুটুল, এডভোকেট সালাউদ্দিন সবুজ, এডভোকেট কামরুজ্জামান রতন, এডভোকেট কায়সার আলম টুটুলসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে এবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য সৌদি আরব গমন করেছেন। তাদের সফল হজ্ব পালন ও নিরাপদ ফেরত আসার জন্য এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।