শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

না’গঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র এবং আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির সেসব বীর সন্তানদের স্মরণ করা হয়, যাদের আত্মত্যাগে বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি ৪ জন শহিদ পরিবারের প্রত্যেক সদস্যকে ১০ লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র এবং আহত ২১২ জন ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধারা ইতিহাসের অম্লান অধ্যায়। তাদের সংগ্রাম ও ত্যাগ আমাদের গর্ব। আজ আমরা তাদের ও শহিদ পরিবারগুলোর প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণের ক্ষুদ্র প্রচেষ্টা করছি।”* তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শহিদ পরিবার ও আহত মুক্তিযোদ্ধাদের আত্মীয়-স্বজন, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এটি ছিল জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক মর্মস্পর্শী আয়োজন, যা নারায়ণগঞ্জবাসীকে ঐক্য ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102