উক্ত দাওয়াতি গণসংযোগে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন। এসময় তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দফা নিয়ে দাওয়াতি কাজ করছেন। তার মধ্যে অন্যতম হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন মানুষরে বানানো কোন আইন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। তাই আসুন কুরআন বুজি, কুরআন পড়ি, কুরআন দিয়ে জীবন গড়ি।
নারায়ণগঞ্জ পূর্ব থানার সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের সভাপতিত্বে ১৩ নং ওয়ার্ড সভাপতি বিল্লাল হোসেনের সঞ্চালনায় শতাধিক নতুন সহযোগী ফর্রম পূরণের মাধ্যেমে দাওয়াতি গণসংযোগে ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।