মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল শেষে আইনজীবীরা সমাবেশ করেন।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জুলাই বিপ্লবে যে ছাত্র হত্যা হয়েছে তার জন্য দায়ী খায়রুল হক। তিনি যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না করতেন তাহলে এত হত্যাকাণ্ড হতো না। নারায়ণগঞ্জে খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।
তিনি আরও বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে যে ফরমায়েশি রায় হয়েছে, তার দায়ও খায়রুল হককে নিতে হবে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এড, জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এড, কাজী আব্দুল গাফফারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড, সরকার হুমায়ুন কবির, এড, রফিক আহমেদ, এড, মোঃ মানিক মিয়া ও জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এড, আবু কালাম আজাদ জাকির সহ প্রমূখ।