‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় না’গঞ্জ জেলা হাসপাতাল উন্নয়নে সভা অনুষ্ঠিত
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে জেলার হাসপাতালগুলোর সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আজ এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের অবকাঠামো, সেবার গুণগত মান এবং পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক রোগীসেবা আরও মানসম্মত ও স্বচ্ছন্দ করতে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। এ সময় তিনি ঘোষণা দেন, আগামী ৭ দিনের মধ্যে ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য বিশেষায়িত আইসিইউ চালু করা হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যম প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা হাসপাতালের বর্তমান চ্যালেঞ্জ, রোগীদের অভিযোগ এবং সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক সকল স্তরের কর্মকর্তা ও সেবাদানকারীদের আরও দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই হাসপাতালগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
“গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে এ ধরনের সভা অব্যাহত থাকবে বলে জানানো হয়।