র্যাব-১১, সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
র্যাব সূত্রে জানা যায়, আজ ভোর রাত ১২:৩০টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মোছাঃ সাথী মনি (২০) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আটককৃত সাথী মনি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ তাইজুল ইসলাম এবং পিতার নাম মোঃ শহীদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে এই গাঁজা বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে এনেছিল।
এ ঘটনায় বন্দর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাদক বিরোধী এই অভিযান এলাকায় শান্তি ফিরিয়ে আনবে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।