নারায়ণগঞ্জ মহানগরের নাগরিক জীবনকে নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখা। রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টায় সংগঠনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নগর সেক্রেটারি সুলতান মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সহকারী জয়েন্ট সেক্রেটারি আহাজ্ব শেখ হাসান আলী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহা. ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান খান, শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেন, শহর দক্ষিণ শাখার সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে। নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করতে জরুরি ভিত্তিতে সমস্যাগুলো সমাধানের দাবি জানানো হয়।
জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।