“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালটিকে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে ছিলেন হাসপাতালের চিকিৎসক তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট সার্জন, কনসালটেন্টসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তিনি হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করে দ্রুত সেখানে স্থানান্তরের পরামর্শ দেন।
জেলা প্রশাসক লক্ষ্য করেন, নার্সদের জন্য নির্মিত নতুন ভবনের কাজ অসমাপ্ত থাকায় সেখানে মাদকসেবীদের আড্ডা গড়ে উঠেছে। তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, ডাক্তারদের আবাসন সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং আনসার সদস্যদের জন্য পৃথক আবাসন ভবন নির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
হাসপাতালে হুইলচেয়ারের অভাবে রোগীদের ভোগান্তি লক্ষ্য করে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ৫টি হুইলচেয়ার সরবরাহ করেন, যা রোগীদের চলাচলে সহায়তা করবে।
তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর পরিদর্শন করে পরিবেশগত অবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, হাসপাতালকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সেবামুখী রাখতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির মাধ্যমে এই হাসপাতালকে একটি আধুনিক, যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।”
এ কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আসবে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মানবিক শহর গঠনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।