নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন ব্যক্তিকে স্থানীয় ছাত্র-জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন— মুসলিমনগর এলাকার তালহা শেখ (২২), কামাল (৫৫) ও জামাল (৪৮)। স্থানীয় সূত্রে জানা যায়, তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অনুসারী ছিলেন এবং ছাত্র আন্দোলন দমাতে অয়নের নেতৃত্বে সহিংসতায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ও অভিযোগ তদন্তাধীন।”