মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) -এর প্রধান ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ নির্দেশ দেন।
গত ৮ দিন ধরে আইন আসামিদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ চালায়। রিমান্ড শেষে আজ তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রাখতে জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত নেয় আদালত।
আরসা একটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী, যা মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয়। বাংলাদেশে তাদের কার্যক্রম ও সংশ্লিষ্টতা নিয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। এবারের গ্রেফতারের পর তাদের বিচারিক প্রক্রিয়া কী দিকে যায়, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে পর্যবেক্ষণ চলছে।