ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত সরকারি তোলারাম কলেজ শাখার অস্থায়ী কার্যালয়ে ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচএম শাহীন আদনান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন: ১. সভাপতি: শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, ২. সহ-সভাপতি: মুহাম্মদ বায়জিদ সিকদার, ৩. সাধারণ সম্পাদক: নাইমুল ইসলাম মৃদুল, ৪. সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ সানিম হোসেন (সিমান্ত), ৫. প্রশিক্ষণ সম্পাদক: মোঃ জাহিদ হাসান, ৬. দাওয়াহ ও সম্পাদক: মুহাম্মদ আজমির হোসাইন, ৭. তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক: জোবায়ের আহমেদ বাবুল, ৮. অর্থ ও কল্যাণ সম্পাদক: মোঃ সিফাত হোসেন, ৯. প্রকাশনা ও দফতর সম্পাদক: মোঃ রাহাত হাসান, ১০. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোঃ রিয়াজুল ইসলাম আকন্দ, ১১. কার্যনির্বাহী সদস্য ১: রেজাউল করীম তাকরিম, ১২. কার্যনির্বাহী সদস্য ২: মোঃ মেহেদী হাসান, ১৩. কার্যনির্বাহী সদস্য ৩: মুহাম্মদ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানটি মিলনময় পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। ইসলামী আদর্শে গঠিত এই নতুন কমিটি শিক্ষার্থী সমাজে নৈতিকতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।