নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে চাষাড়া মোড়ে যানজট নিরসনে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এই অভিযানে রাস্তার উপর অবৈধভাবে স্থাপিত ফলের দোকান, ভ্যান ও অন্যান্য দোকানপাট অপসারণ করা হয়।
অভিযানকালে মোবাইল কোর্ট মোট ৭টি পৃথক মামলা পরিচালনা করে এবং ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সুবিধার্থে ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন, অবৈধ দখলদারিত্ব ও রাস্তা দখলের ফলে সৃষ্ট যানজটের সমস্যা দ্রুত সমাধান হবে।