শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

না’গঞ্জে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৭ 🪪
২০ এপ্রিল রবিবার বিকাল ৪ ঘটিকায় মাসদাইর নারায়ণগঞ্জ আদর্শ স্কুল মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোবনী বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত মাওলানা মোঃ ওমর ফারুক।
 ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক অধ্যাপক শেখ আব্দুল মালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জন করেছি সে আলোকে আমাদের নিজের জীবন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। তিনি আরো বলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কাজ ই হচ্ছে আদর্শ শিক্ষক তৈরী করা। শিক্ষাঙ্গনে নৈতিক অবক্ষয় রোধে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। বর্তমান শিক্ষক সমাজ তাদের বিভিন্ন অধিকার থেকেঅবহেলিত ও বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে হলে দেশে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য যেসব প্রতিষ্ঠানে দাওয়াতি কাজ নেই সেসব প্রতিষ্ঠানে কমিটি করে দাওয়াত সম্প্রসারণ বেগবান করার আহ্বান জানান।
এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সেক্রেটারি ডা : নুরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সিনিয়র সহ -সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া, আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সদস্য জনাব ফরিদ উদ্দিন আহমদ, হেমায়েত উদ্দিন, জনাব আক্তারুজ্জামান প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102