শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জকে সন্ত্রাসের জনপদে যারা তৈরি করেছিলো তারা আজ পলিয়েছে-মাওলানা মঈনুদ্দিন আহমাদ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ ১০নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ ফতুল্লার মাসদাইরের শীর্ষ ছিনতাইকারী মেহেদী মন্ডল গ্রেফতার শম্ভুপুরা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন নাসিক ১২ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহযোগী সমাবেশ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ‘ফেন্সি সোহেল’ ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্র থেকে নতুন সদস্যদের জন্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

শ্রমিক নেতা সেলিম মাহমুদসহ রবিনটেক্সের গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি’র দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩০ 🪪
গার্মেন্টস কর্তৃপক্ষের শ্রমিক ইউনিয়ন নির্মূল করার ইচ্ছা বাস্তবায়নে প্রশাসনের সহযোগি ভুমিকার প্রতিবাদ, শ্রমিকনেতা ও শ্রমিকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মতো কালো আইনে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক নেতা সেলিম মাহমুদ ও রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং সরকারি নির্দেশনা ও শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের উপর নিপীড়ন চালিয়ে অসৎ শ্রম আচরণের চর্চা ও শ্রম অসন্তোষ সৃষ্টির জন্য প্রকৃত দায়ী রবিনটেক্স কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সাংগঠনিরক সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা মটরযান মেকানিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, ১৫ এপ্রিল দিবাগত রাত দেড়টায় নারায়ণগঞ্জের ফতুল্লার নিজ বাসা থেকে দরজা ভেঙ্গে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংস্কৃতিক সম্পাদক এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ কে কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে রুপগঞ্জ থানায় সোপার্দ করে ঐ এলাকায় দায়িত্ব পালনকারী সেনাবাহিনির সদস্যরা, গ্রেপ্তারের সময় সেলিম মাহমুদের পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করা হয় যা মানবাধিকারের লঙ্ঘন। সেলিম মাহমুদ কে রবিনটেক্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এবং পুলিশের দায়েরকুত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে ১২ দিনের রিমান্ড চাওয়া হয়েছে যার একটি মামলায় ১৯৭৪ সালের কালো আইন বিশেষ ক্ষমতা আইনের ধারা যুক্ত করা হয়েছে। ৮ এপ্রিল শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে রবিনটেক্স শ্রমিকদের আন্দোলন কে দমন করার উদ্দেশ্যে ৭৮ জন শ্রমিকের নাম উল্ল্যেখসহ কয়েকশো শ্রমিককে অজ্ঞাত আসামি করে দায়েরকৃত এই মামলায় ইতিপূর্বে রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ ২২ জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। দায়েরকৃত মামলায় সেলিম মাহমুদের নাম ছিল না। শুধুমাত্র রবিনটেক্স কর্তৃপক্ষের অসৎ শ্রম আচরণ ও শ্রমিক নিপীড়নের প্রতিবাদে শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানানো এবং নিপীড়িত শ্রমিকদের আইনি সহযোগিতার ব্যবস্থা করায় সেলিম মাহমুদ কে গ্রেফতার করে পূর্বে দায়েরকৃত মামলায় তাকে আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদক্ষেপ প্রমাণ করে তারা পূর্বের ফ্যাসিষ্ট সরকারের লুটপাটকারী মালিকদের পক্ষ নিয়ে শ্রমিক অধিকারহরণের নীতির ধারাবাহিকতা রক্ষা করতে চায়।
নেতৃবৃন্দ বলেন, দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ আছে যে, রবিনটেক্স কর্তৃপক্ষ ২৯ মার্চ ১৬ জন শ্রমিককে চাকরিচ্যূত করে অথচ ১৩ মার্চ শ্রম মন্ত্রনালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ঈদের আগে কোন শ্রমিক কে চাকরিচ্যূত করা যাবেনা। এমনকি ৮ এপ্রিল শ্রম সচিব হুঁশিয়ারী দিয়েছিলেন ঈদের পরে শ্রমিক ছাঁটাই করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফলে, ঈদের আগে রবিনটেক্স কর্তৃপক্ষ কর্তৃক শ্রমিকদের চাকরিচ্যূত করা সরাসরি শ্রম মন্ত্রণালয়ের নির্দেশের লঙ্ঘন। তাছাড়া, শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার বাধাগ্রস্ত করতে ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া অনিস্পন্ন থাকা অবস্থায় শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের চাকরিচ্যূত করার চেষ্টা শ্রম আইনেরও লঙ্ঘন। এখনো রবিনটেক্স শ্রমিকদের ইউনিয়ন নিবন্ধনের আবেদন বিচারাধিন অথচ সেই ইউনিয়নের সাধারণ সম্পাদককে ৪ মাস যাবত কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছেনা আর সভাপতিসহ ইউনিয়নের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। সরকারের নির্দেশ অমান্য করলো রবিনটেক্সের মালিক, শ্রম আইন লঙ্ঘন করলো মালিক আর যৌথবাহিনি শ্রমিকদের বিরুদ্ধে কারখানা আর রাস্ট্রের সুনামক্ষুণœ করার হস্যকর অভিযোগ করছে। শুধু বেতন-ভাতা পরিশোধই শ্রম আইনের পরিপালন নয়, ম্বাধীনভাবে সংগঠিত হওয়া এবং দরকষাকষি করা শ্রমিকের মৌলিক অধিকার। শ্রমিককে সংগঠিত হতে বাধা দেওয়া, দরকষাকষির সুযোগ থেকে বঞ্চিত করার অর্থৎ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার সুযোগ অব্যাহত রাখার চেষ্টা। রবিনটেক্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেই মুখোশধারী শ্রমিক নিপিড়ক।
নেতৃবৃন্দ সাবধানবানী উচ্চারণ করেন যে, অবিলম্বে সেলিম মাহমুদসহ রবিনটেক্সের গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দেওয়া, মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যূতদের পুনর্বহালসহ উদ্ভুত শিল্প বিরোধের সম্মানজনক সমাধানের পদক্ষেপ না নিলে সারাদেশে, প্রয়োজন সংশ্লিষ্ট সকল স্থানে মালিক এবং প্রশাসনের অসৎ শ্রম আচারণ এবং নিপিড়নের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102