নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিন টেক্স গার্মেন্টসের শ্রমিক অসন্তোষের ঘটনায় গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (১৬ এপ্রিল) মধ্যরাতে ফতুল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৯ এপ্রিল বিনা নোটিশে ১২০ শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে সেনা কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ ৫০ জন আহত হন। পরে রবিনটেক্স গার্মেন্টসের এইচআর ম্যানেজার ইউসূফ বাদী হয়ে ৬৬ জন নামযুক্ত ও ৪৬৬ জন অজ্ঞাত আসামিকে নিয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে এ মামলায় ২ নারীসহ ১২ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।
সেলিম মাহমুদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। তার গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় শ্রমিক সংগঠনগুলোর মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিস্তারিত আসছে….