দূর হক সব ভীতির পাহাড়, আসুক আলোর দিন, আমাদের এই বিজয় মিছিলে, আপনিও হোন মুয়াজ্জিন। এই দীপ্তিময় শ্লোগানকে সামনে রেখে আজ ১৫ই এপ্রিল, মঙ্গলবার, সরকারি তোলারাম কলেজ (সতক) শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন শাখা সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন।
তিনি বলেন ভর্তিযুদ্ধ শুধু একটি পরীক্ষা নয়, এটি একেকটি স্বপ্নপূরণের সংগ্রাম। প্রতিটি শিক্ষার্থীর চোখে আজ সম্ভাবনার দীপ্তি, আশার আলো। এই পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের সমাজনায়ক, চিন্তাবিদ ও দেশপ্রেমিক নাগরিকেরা নিজেদের যাত্রা শুরু করবে। তাই আমি সরকারি তোলারাম কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল ভর্তি পরীক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।”
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে আগামী ৩রা মে ২০২৫, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজেও অংশ নেবে প্রায় ২ হাজার শিক্ষার্থী। এ প্রেক্ষাপটে ইসলামী ছাত্র আন্দোলন, সতক শাখার পক্ষ থেকে কলেজের বিভিন্ন প্রান্তে ব্যানার সাঁটিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে।
শাহ্ মুহাম্মদ ছগির হোসেন আরও বলেন, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল—এই তিনটি গুণ যদি শিক্ষার্থীদের মধ্যে থাকে, তবে কোনো বাধাই তাদের রুখে দিতে পারবে না। ভয় নয়, সাহসিকতাই হোক তোমাদের পথচলার সঙ্গী। আমরা তোমাদের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ।
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নিজেদের প্রস্তুতি নিবদ্ধভাবে সম্পন্ন করো। সময়কে কাজে লাগাও। সমাজকে বদলাতে হলে, আগে নিজেকে বদলাও। আজকের তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে। আমরা চাই, সেই বাংলাদেশ হোক আলোকিত, নৈতিকতায় পূর্ণ এবং ইসলামি আদর্শে গঠিত।
শুভেচ্ছা কার্যক্রমে অংশ নেন শাখা সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মৃদুলসহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা। শিক্ষার্থীদের মধ্যে এতে উৎসাহ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।