নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা সদ্য কারামুক্ত জাকির খানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী প্রজন্ম দল অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিমের নির্দেশনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম সেলিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি খোকন সানি, যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদ, দিদারুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব আবুল হোসেন সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন মো. বাচ্চু মিয়া, জামাল হোসেন, জাফর মিয়া, বাবু ঢালি, মো. পারভেজ, আলাল খান, মো. জয়নাল, মো. জুম্মন, মো. শামীম, মো. মাসুদুর রহমান, মো. মিলন, মো. ফিরোজ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা জাকির খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।