রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার মানুষ মনে করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে:  মাওলানা আবদুল জব্বার হাজী ব্রাদার সেন্টারে ‘পল বেকার্সের ২য় শাখা শুভ উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সৈয়দপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গোগনগর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যুবদল নেতা রনির  গণদোয়া ও খাবার বিতরণ

দলের ভিতর অপশক্তি ও বিভেদ সৃষ্টি হতে দেয়া যাবে না- রাজিব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ 🪪
বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আপনারা যে যেখানে আছেন, ওয়ার্ড বা ইউনিয়নে প্রত্যেকে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি। ঐ খানের নেতা শুধু আপনীই । আপনাকে দেখেই নারায়ণগঞ্জের মানুষ চিন্তা করবে জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের জন্য কি করবে।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিকেলে নগরীর মিশনপাড়া এলাকায়  হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের চত্বরে  নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাজীব আরও বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। আপনারা মামলা খেয়েছেন, জেল খেটেছেন, পরিবার থেকে আলাদা থাকতে হয়েছে। আপনাদের আত্মত্যাগের কারণে এদেশ মুক্ত হয়েছে। আজ আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও আমাদের লক্ষ্য এখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরিয়ে আনা।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। এ কর্মসূচি সফল করতে আমাদের প্রতিটি কর্মীকে একসঙ্গে কাজ করতে হবে।

রাজীব আরও বলেন, আমরা দলীয় কাজের মধ্যে গুণগত পরিবর্তন আনতে চাই। দলের ভিতরে অপশক্তি ও বিভেদ সৃষ্টি হতে দেয়া যাবে না। সকল নেতাকর্মীকে সম্মান দেখাতে হবে, তবেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।

তিনি বলেন, এখন দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করছে। আসন্ন নির্বাচনে বিএনপি বৃহত্তম আসন পাবে। নির্বাচন যদি স্বাধীনভাবে হয়, তাহলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের দলের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং আগামী কমিটিগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হতে হবে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবী দল সহ  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং  ফুলেল  শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে মাশুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে  আনন্দ মিছিল করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি নগরীর  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বর ঘুরে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102