মাওলানা মঈনুদ্দিন আহমাদের এই গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে প্রচারে অংশ নেন: নারায়ণগঞ্জ মহানগরীর জামায়াত সেক্রেটারি: ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি: এইচ এম নাসির উদ্দীন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি: সোলাইমান হোসেন মুন্না,মজলিসে শুরার সদস্য: জাকির হোসাইন,বন্দর উত্তর থানা আমির: মুফতি আতিকুর রহমান,বন্দর উত্তর থানা সেক্রেটারি: জহিরুল ইসলাম,বন্দর দক্ষিণ থানা আমির: মাওলানা ফজলুল হাই জাফরী,বন্দর দক্ষিণ থানা সেক্রেটারি: রিদওয়ানুল হক মামুন,বন্দর উপজেলা আমির: খোরশেদ আলম ফারুকী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ দলীয় প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। আমি নির্বাচিত হলে আপনাদের কল্যাণে কাজ করে যাব।”
নেতৃবৃন্দ ভোটারদের মাঝে প্রার্থীর বার্তা পৌঁছে দেন এবং জনগণের সাড়া পেয়ে সন্তোষ প্রকাশ করেন।