রবিবার (৭ডিসেম্বর) রামগোবিন্দেরগাঁও আশেকে রাসুল যুব সংঘের উদ্যোগে ওয়াজ মাহফিল ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় হোসেনপুর জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বজলুর রহমান (সিআইপি)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও মন্ত্রী রেজাউল করিম। এতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লি,ব্যবসায়ী,শিক্ষক, স্থানীয় সুধীজনসহ নানা পেশার মানুষ অংশ নেন।
আলহাজ্ব বজলুর রহমান বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অটল মোমবাতি। তাঁর অসুস্থতা দেশের জনগণকে মর্মাহত করেছে,আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন- এটাই আমাদের প্রার্থনা।”
তিনি আরও বলেন,”আমরা শুধু দলীয় নেত্রী নয়,জাতির এক অভিভাবকের সুস্থতার জন্য দোয়া করছি।দেশনেত্রীর সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি,রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকল অসুস্থ নেতাকর্মীর আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।