মুসলমানদের অন্যতম দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীবাসী সহ সমগ্র বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ।
ঈদ-উল-আযাহা’র প্রাক্কালে আজ এক সাক্ষাতকারে বক্তাবলী ইউনিয়নের বাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছরে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কুরবানির ঈদ। ঈদুল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এ কামনা করেন তিনি।ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক শান্তি প্রিয় সকল মানুষের প্রাণ।
পবিত্র ঈদুল আযাহার আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরে, সকলের জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।