নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
এই খাবার বিতরণ কর্মসূচিতে স্থানীয় গরিব, দিনমজুর, ছিন্নমূল ও পথশিশুদের মধ্যে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, নারায়ণগঞ্জে দরিদ্রদের জন্য নিয়মিত সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মসূচি আরও সম্প্রসারিত করা হবে ।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি-বেসরকারি পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হচ্ছে, যা সামাজিক নিরাপত্তা বলয় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।