শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে প্রতিবাদ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ  যারা অরাজকতা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ -জুয়েল হোসেন গনতান্ত্রিক আন্দোলন এর নামে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় আমরা প্রতিহত করবো -এ্যাড, দ্বীপু  কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে  আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত  আমি বাঙালি হয়েও পাক হানাদার ও রাজাকারদের তান্ডব দেখেছি – এ্যাড, খোকন    হাসপাতালে ভর্তি শামীম ওসমান নিহত মেধাবী ছাত্র সাঈদ এর হত্যার বিচার করতে হবে – হাফিজুল ইসলাম  নগরীতে কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  আদালতে আনা হয়নি   জাকির খান কে, নগরীতে  বিক্ষোভ 

পরীক্ষার সময় দেখাদেখিকে কেন্দ্র করে কদম রসূল কলেজেের ছাত্র হানিফের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৭২ 🪪

বন্দর থানাধীন কদম রসূল সরকারি ডিগ্রি কলেজের সামনে একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আমিনুল ইসলাম হানিফের উপরে একই শ্রেণীর ছাত্রের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, পরীক্ষার সময় দেখাদেখি কে নিয়ে কেন্দ্র করে গত ২১জুন বৃহস্পতিবার সকালে কদম রসুল কলেজে সামনে একাদশ শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম হানিফ গেলে ওঁতপেতে থাকা একই শ্রেণির ছাত্র রোমান ও রুহানের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হানিফের পথরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। হানিফ গালিগালাজ করতে নিষেধ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাহাদের হাতে থাকা কাঠের ডাসা দিয়ে মারধর করে। হামলাকারী রোমান অতর্কিতভাবে হানিফের ডান চোখে বরাবর ঘুষি মারিয়া চোখে নিলা ফুলা জখম করে। সে সময় হানিফ মাটিতে পরিয়া গেলে হামলাকারী রুহান হাতে থাকা কাঠের ডাসা দিয়ে শরীরে বিভিন্ন স্হানে নিলাফুলা জঘম সহ রক্তাক্ত জখম করে। হানিফের ডাক চিৎকার পাশের লোকজন আগাইয়া আসিলে হামলাকারীরা ভয়ভীতী ও প্রান নামের হুমকি প্রধান করে চলে যায়।

আহত হানিফ তাৎক্ষণিক বাসাশ ফোন করিলে তার ভাই এসে ঘটনার স্থান থেকে ছাত্র হানিফকে উদ্ধার করিয়া খানপুর ৩০০ শয্যা হাসপাতাল নিয় যায়।
এই ব্যাপারে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে হানিফের পরিবার জানায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102