বক্তাবলী ইউনিয়ন বিএনপির প্রার্থী হচ্ছেন ফতুল্লা থানা মৎস্যজীবীদলের সভাপতি রাসেল প্রধান।
শুক্রবার (৯ জুন) বাদ জুমা বক্তাবলী বাজার এলাকায় রাসেল প্রধানের অনুসারীরা রাসেল প্রধানকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করার আহ্বান করেন বলে জানা যায় ফলে ফতুল্লা থানা মৎস্যজীবি দলের সভাপতি রাসেল প্রধান রাজি হয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেন।
আগামী রবিবার ১১/৬/২৩ ইং তারিখে বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লোকমান হোসেন’র ঘোষণা অনুযায়ী বক্তাবলী ইউনিয়ন বিএনপির কাউন্সিলরদের মাধ্যমে কমিটি হতে যাচ্ছে। জানা যায় কিছুদিন আগে গঠিত হয় ৯ টি ওয়ার্ড কমিটি, প্রতিটি ওয়ার্ড কমিটি গঠিত হয় ৫১ জন সদস্য ভিত্তিক এখানে ৫১ জনই কাউন্সিলর। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা রয়েছে।