ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, কাজী আব্দুল লতিফ চৌধুরীর সুযোগ্য ভাই, বক্তাবলী’র সর্বজনীন শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব আব্দুল হাকিম চৌধুরী’র কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর কানাই নগর মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন,ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, না’গঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন,’গঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফিকূর রহমান শিশির, ইউনিয়ন যুবলীগের সভাপতি সদর উদ্দিন সদু, সহ-সভাপতি শাহ্জালাল মাইকেল,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলীল গাজী,যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
গত ১১ মে সকাল ৭টায় শহরের মাসদাইর নিজ বাসভবনে ৮৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। প্রথমে মাসদাইর ও পরে নিজ গ্রামের কানাইনগর সোবহানীয়া স্কুল এন্ড কলেজ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তিন ছেলে চার মেয়ে স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।