নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি আগেই বলেছি আমি শুধু আলীরটেকের সন্তান নই আমি বক্তাবলী পরগণায় সন্তান।
বক্তাবলী পরগণায় কোন মাদক বিক্রি চলবেনা শুধু খেলাধুলা ও শিক্ষা চলবে।একজন ভাল খেলোয়াড় একটি রাষ্ট্রের মূল্যবান সম্পদ তাই মাদক ও সন্ত্রাস ছেড়ে খেলাধূলায় মনোনিবেশ করতে যুব সমাজের প্রতি আহবান জানান।
মুক্তারকান্দি খেলাধূলা একাডেমির উদ্যোগে শাহীন রাজু ডে- নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শুক্রবার (১২ মে) রাত সাড়ে ৮ টায় মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শাহীন রাজু ডে- নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শাহীন রাজু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজর আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আলী নুর মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন, মুক্তারকান্দি পঞ্চায়েত কমিটির প্রধান জয়নাল আবেদীন বেপারী,বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জাকের পার্টির জেলার সহ সভাপতি আমানউল্লাহ মেম্বার, সাবেক মেম্বার আব্দুল কাদির মূর্ধা,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার, ব্যবসায়ী রাকিবউদ্দিন মাষ্টার, সাবেক মেম্বার বাচ্চু মিয়া,সমাজসেবক সাবেক মেম্বার আব্দুর রহমান, চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজির হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল মান্নান, রওশন আলী,মোক্তার হোসেন,জাকির হোসেন,বক্তাবলী ইউপি মেম্বার রাসেল চৌধুরী,সমাজসেবক ওহাব ফরায়েজী, সদর থানা যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মামুন পাঠান প্রমুখ।
আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ দয়াল মাসুদ,জাকারিয়া, আবির হোসেন ইমরান,তনয় সহ কয়েক হাজার ফুটবল প্রেমী।
ডিক্রিরচর সূর্যতরুন সংসদ ২-১ গোলে লক্ষীনগর পশ্চিমপাড়া যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।