মঙ্গলবার (৩রা ডিসেম্বর) বেলা সাড়ে ১২টয় নগরীর ৩নং মাছঘাট এলাকায় এ দাবি জানান তারা।
এ বিষয়ে ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যাবসায়ী সমিতির সভাপতি ফয়সাল আহমেদ নৌ-মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড.এম সাখাওয়াত হোসেনের কাছে প্রস্তাবনা তুলে ধরে বলেন, আপনারা জানেন এই ঘাটে বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি সেড তৈরী করে দেয়ার কথা। কিন্তুু এখনো আমাদের কোন পূর্নবাস না করে তারা আজও আমাদেরকে জানাতে পারনি কবে নাগাত আমাদের কাজটা হবে। আমাদের পুরানো দাবি গুলো আমরা আজকে মাননীয় উপদেষ্টার নিকট জানালাম। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এতো বড় একটা মৎস্য ঘাট এখানে কয়েক হাজার লোক কর্মসংস্থানের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। অন্তত তাদের কথা চিন্তা করে আমাদের পূর্নবাসন করা জরুরী বলে মনে করি। মাননীয় উপদেষ্টার নিকট আমাদের দাবিগুলো তুলে ধরায় তিনি আমাদের সেড তৈরীর বিষয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন।ন্যায্য দাবি ও প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব ব্যাংকের অর্থায়নে সেড দ্রুত নির্মাণ করার দাবিতে নগরীর ৩নং মাছঘাট মৎস্য আড়ৎদার ব্যাবসায়ী সমবায় সমিতি লি: (রেজি নং-২১৫) নৌ-মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড.এম সাখাওয়াত হোসেনের কাছে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।আমাদের দাবি গুলো আমরা আজকে মাননীয় উপদেষ্টার নিকট জানালাম। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এতো বড় একটা মৎস্য ঘাট এখানে কয়েক হাজার লোক কর্মসংস্থানের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। অন্তত তাদের কথা চিন্তা করে আমাদের পূর্নবাসন করা জরুরী বলে মনে করি। মাননীয় উপদেষ্টার নিকট আমাদের দাবিগুলো তুলে ধরায় তিনি আমাদের সেড তৈরীর বিষয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন।