শনিবার (১৬ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র্যালীর পূর্ব সমাবেশে নারায়ণগঞ্জ তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি মুক্ত করে না আনত তাহলে আমরা নতুন বাংলাদেশ পেতাম কীনা জানিনা। খুনী হাসিনা গত ১৬ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করেছে। আপনারা শপথ নিন, আগামী প্রজন্মকে আপনারা জনাবেন কে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল।
টিপু বলেন, আপনারা বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবেন। শহীদ জিয়ার রাজনীতিতে আবির্ভাব কীভাবে হয়েছিল তা জনগণের মাঝে তুলে ধরবেন। ঘরে ঘরে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ও শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম পৌঁছে দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
এসময় মহানগর যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাহেদ আহম্মেদ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড,সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব,মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাগর প্রধান সহ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।