শনিবার (৯ই নভেম্বর) বিকাল ৩টায় নগরীর ডি,আইটিতে সমাজতান্ত্রিক দল জেএসডি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ের সামনে মহানগরের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
এসময় নারায়ণগঞ্জ মহানগর জেএসডি’র সভাপতি আব্দুল মুত্তালিব মাস্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এহসানের সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসডি’র কেন্দীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, জুলাইয়ের গণ আন্দোলনে এদেশের ছাত্র-জনতা প্রান দিয়েছিলো কোন বিশেষ দল নয়, প্রান দিয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য আর বৈষম্য দুর করার জন্য। আর যারা বলেছে খেলা হবে তারা নানা কুৎসিত চিন্তা করেছিলো। তাদেরকে দূর করে একটি জনবান্ধব রাজনীতির উন্মেস ঘটনোর জন্যই তারা প্রান দিয়েছে। পনের বছরের জনঝাাল তিন মাসে কি দূর হয়? কিছুতেই হয়না। প্রতিদিন এদেশের মানুষ ওই ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলছে।
তিনি আরও বলেন, অর্নবর্তীকালিন এ সরকারের প্রতি আহবান থাকবে রাজনৈতিক দলগুলোকে তাদের মতাতকে গুরুত্ব দিতে হবে। রাষ্ট্র চলবে রাজনৈসিক সিদ্ধান্তে।আপনারা উপদেষ্টা হিসেবে যারাই আছেন তারা কিন্তু সুচিন্তিত হয়ে কাজ করতে হবে। আর যদি তা না হয় তাহলে আমাদের ছাত্ররা-শিক্ষার্থীরা যারা প্রান দিলো তাদের আত্বার শান্তি হবে না। এতো বড় আত্ব ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা তা ম্লান করা যাবে না। ধংস হওয়া কাঠামোগুলোর দ্রুত সংস্কার করা আমাদের জন্য খুবই জরুলী। যে সংস্কারের জন্য শপথ করেছে নতুন উপদেষ্টা সরকার তাদেরকে মুযোগ দিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন , এ্যাড,খলিলুর রহমান, এস.এম. সামসুল আলম নিক্সন সভাপতি, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সংসদ, ফারজানা জামান (দিবা) সাংস্কৃতিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জেএসডি মহানগরের সহ সভাপতি হাসান আলী, নারায়ণগঞ্জ মহানগর জেএসডি মাহফুজুর রহমান জাহিদ সহ সভাপতি জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় সংসদ সুরাইয়া আব্বাসসুম মৌ নারী জোট, সহ প্রমূখ।