পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও সাধারণ সম্পাদক শাহীন সরকার।
যুবলীগ নেতা শাহীন সরকার ডেইলি নারায়ণগঞ্জকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান।
তিনি আরও বলেন, আমরা প্রত্যেকে যেন এই ঈদুল ফিতরের শিক্ষা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি । তিনি দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই এবং নারায়ণগঞ্জ বাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।