নারায়ণগঞ্জে গণ অধিকার পরিষদের সমাবেশে সোনারগাঁ থেকে শত শত নেতাকর্মীর এক বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি।
এ সময় নেতাকর্মীরা হলুদ রঙের টি শার্ট পড়ে শ্লোগান দিতে দেখা যায়। জনগণের অধিকার,,আমাদের অঙ্গীকার শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে নগরীর চাষাড়া থেকে ডিআইটি চত্বর।
শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে নগরীর ডিআইটি চত্ত্বরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গনঅধিকার পরিষদ কতৃক আয়োজিত গনসমাবেশে যোগদেন তিনি।
সংক্ষিপ্ত এক বক্তব্যে ওয়াহিদুর রহমান মিল্কি বলেন, গত ৫ আগষ্টের সংগ্রামের ভিতর দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। যার নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই আন্দোলন সংগ্রামের সূচনা করেছিল। পরবর্তীতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এই গণ আন্দোলনে রুপ নেয়। যার প্রেক্ষিতে স্বেরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কিন্তুু আমাদের এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এখনও দিক নির্দেশনা পাচ্ছি না। আমরা যে সরকারকে অদিশিন করেছি সেই সরকার তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিচ্ছে।তাই এখনও আওয়ামী লীগের গুন্ডারা রাস্তার বিভিন্ন প্রান্তে আমাদের লোকজনকে হয়রানি করেছে। নব্য কিছু রাজাকার, নব্য কিছু দখলদার আমার দেশের মানুষের ঘুম হারাম করে তাদের ব্যবসা বানিজ্য দখল করে নিচ্ছে। আমরা আন্দোলন করে ছিলাম, আমারা রক্ত দিয়ে ছিলাম স্বৈরাচার মুক্ত করে এ দেশের মানুষের শান্তিতে বসবাস করার অধিকার আদায়ে কিন্তুু সেখানে বাঁধা হয়ে দাড়িয়েছে নব্য জাগরিত এক শ্রেণির স্বৈরাচার।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে যদি আপনাদের ভালো লাগে, ইচ্ছে হয় তবে ভিপি নূরের ট্রাক মার্কার ভোট দিয়ে জয় যুক্ত করে নব্য রাজাকারদের, চাঁদাবাজদের দখল মুক্ত করে ফিরিয়ে দিবেন, ইনশাআল্লাহ্।