নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন এর সহযোগিতায় এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
বুধবার ২২ মার্চ দুপুরে আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আইডিয়াল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর মো. আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী মধ্যে ছিল ৩কেজি ছোলা, ২কেজি খেসারি ডাল,১লিটার সয়াবিন তেল।
এ সময় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহীন রাজু মেম্বার, ইউনিয়ন পরিষদ সদস্য মোক্তার মেম্বার, মো.সানাউল্লাহ, আলহাজ্ব মো.আমানুল্লাহ , আলহাজ্ব মো. জয়নাল আবদীন, হাজী বাচ্চু মেম্বার,নূরমোহাম্মদ, মাওলানা মো.জমির উদ্দিন ফারুকী, আঃ রহমান মেম্বার, হাজী মো.নজরুল ইসলাম,মো. ওমর ফারুক, মো.আলাউদ্দিন বেপারী, আরিফ হোসেন, মো.নাছির উদ্দীন, মুক্তারকান্দি যুব উন্নয়ন সংসদের সকল সদস্য, আবুল কালাম, মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।