নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা ( জোসেফ ) বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ( ২৭ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এ বি এম মাজহারুল ইসলাম জোসেফ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন। এরপর জোসেফ নারায়ণগঞ্জ মহানগর এর সিদ্ধিরগঞ্জ, সদর ও বন্দর থানায় অসহায় দুস্থ মানুষের বিনামূল্যে সেবার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প গুলো পরিদর্শন করেন ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
এ সময় জোসেফ বলেন, যুবকরা হল সমাজের দর্শন, তারা অজেয়। তাই যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী তে আমাদের অঙ্গীকার হল সমাজে সাম্যের অধিকার ফিরিয়ে আনা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। বিগত প্রতিষ্ঠাবার্ষিকী গুলো আমরা গনতান্ত্রিক ধারায় উদযাপন করেছি গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কিন্তুু বিগত ৫ আগষ্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার বিদায় হয়েছে। তাই এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের আপামর জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কাজ করবে। সেই লক্ষ্যে আমারা নারায়ণগঞ্জ মহানগর যুবদল সদা প্রস্তুত।
তিনি আরো বলেন, খুনি হাসিনা সবচেয়ে ভয় পেতেন জননেতা তারেক রহমানকে, তাই হাসিনা ওনার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশছাড়া করেছে। বর্তমান সরকারের প্রতি আমরা অবিলম্বে এইসব মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানাচ্ছি।
এছাড়াও খুনি হাসিনা দেশ ছাড়লেও তার দোসররা এই দেশকে আবার অস্থিতিশীল কারার চক্রান্তে লিপ্ত। আমরা তাদের সাবধান করে বলতে চাই এই সব চিন্তা মাথা থেকে বাদ দেন, আপাদের জন্য আমরা যুবদলই যথেষ্ট।
এ সময় উপস্থিত ছিলেন, আমির হোসেন, জুয়েল রানা, আক্তারুজ্জামান মৃধা, আলী নওশাদ তুষার,নুর আলম খন্দকার, বাহার, রুবেল হেসেন, দুলাল, মইনুল, হানিফ, শাহীন ঢালী, সুমন ভূইয়া, মোজাম্মেল হক, আব্দুর রহিম, সোলায়মান, হারুন উর রশীদ, আলফু প্রধান, মুসা, মাহমুদুল হাসান মাসুমসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দেরা।